ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ঢাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ঢাকায়

ঢাকা: দারিদ্র্যতা বিমোচনে বাংলাদেশের সাফলতা দেখতে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

প্রতিষ্ঠানটির ঢাকা অফিস রোববার (১৬ অক্টোবর) বিকেলে তার ঢাকায় আস‍ার তথ্য জানায়।



জিম ইয়ং কিম ‘বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস’ বাংলাদেশে পালন করবেন এবং দিবস উপলক্ষে ঢাকায় বক্তব্য রাখবেন তিনি। প্রায় ১০ বছর পর বিশ্বব্যাংকের কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এলেন।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের পাঠানো এক বিবৃতিতে জিম ইয়ং কিম বলেন, বাংলাদেশ দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে। এটা একটা অসাধারণ সাফল্য। দারিদ্র বিমোচন কিভাবে করতে হয় অনেক দেশ বাংলাদেশের কাছ থেকে শিখছে। অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি, মানব উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশের অনেক কাজ করার আছে।

সফরকালে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি ও বেসরকারি খাতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

পদ্মাসেতু প্রকল্পে ঋণ সহায়তা নিয়ে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্কের যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিলো জিম ইয়ং কিমের এ সফরে সেই টানাপোড়েন শেষ হবে বলে মনে করেন অনেকে।

রোববার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বাংলানিউজকে বলেন, দরিদ্র্য বিমোচনে বাংলাদেশ অনেক সাফল্য দেখিয়েছে। যা অনেক দেশের জন্য অনুকরণীয় হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এমআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।