ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ধোলাই ভাতা ফেরত নেওয়া হবে ব্যাংক কর্মীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
ধোলাই ভাতা ফেরত নেওয়া হবে ব্যাংক কর্মীদের

ঢাকা: সরকার মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ধোলাই ভাতা ও বিশেষ ইনক্রিমেন্ট (উৎসাহ ভাতা) দেওয়ার বিষয়ে অডিট আপত্তি থাকায় এ পর্যন্ত দেওয়া অর্থ ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ নির্দেশ পালনের জন্য সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রয়োজনে কিস্তি করে এই অর্থ আদায়ের কথাও বলা হয়েছে।

রোববার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের ধোলাই ভাতা ও বিশেষ উৎসাহ ভাতা দেওয়ার সুযোগ না থাকায় অর্থ বিভাগ অসম্মতি জানিয়েছে।

এ অবস্থায় এ বাবদ অতিরিক্ত যে অর্থ দেওয়া হয়েছে আদায়ের ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। প্রয়োজনে কিস্তিতে আদায়ের কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।

জানা গেছে, সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মীরা ১৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত পোশাক ধোলাই ভাতা পান।

সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলো হলো সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ব্যাংক। বিশেষায়িত ব্যাংকগুলো হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন।
 
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।