ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বপ্নের বিয়ে ও হ্যালোইন উৎসব হোক র‍্যাডিসন ব্লু  চিটাগাংয়ে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
স্বপ্নের বিয়ে ও হ্যালোইন উৎসব হোক র‍্যাডিসন ব্লু  চিটাগাংয়ে

ঢাকা: স্বপ্নের বিয়ের আয়োজন হোক বন্দরনগরী চট্টগ্রামের পাঁচতারা হোটেল র‍্যাডিসন ব্লুর সুবিশাল ওয়েডিং হলে। একই সঙ্গে হ্যালোইন উৎসব উপলক্ষ্যেও বিশেষ আয়োজন থাকছে ৠাডিসনের সুসুজ্জিত রেস্টুরেন্টে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ৠাডিসন ব্লু চিটাগাং বে ভিউ হোটেলে রয়েছে ২১শ’ বর্গমিটার জায়গা জুড়ে থাকা দু’টি বিশাল উন্মুক্ত বলরুম। যেখানে বিয়ের সব ধরনের আয়োজনের সঙ্গে থাকবে খাবারের অসাধারণ সব রেসিপি। পাশাপাশি ওয়েডিং এবং হানিমুন প্লানিংয়ের জন্য হোটেলের তরফে বিভিন্ন রকমের প্যাকেজ তো রয়েছেই। এছাড়া হোটেলে আছে আধুনিক সব সুযোগ সুবিধা সম্বলিত ২৪১টি কক্ষ।


 
অপরদিকে আগামী ৩১ অক্টোবর হ্যালোইন উৎসব উপলক্ষে ফান থিমড রেস্টুরেন্টে থাকছে খাবারের স্পেশাল প্যাকেজ। যেখানে ২৯৫০ টাকায় পাওয়া যাবে মুখে জল আসা লোভনীয় সব খাবার। এছাড়া হ্যালোইন এর সেরা কস্টিউমের জন্য থাকছে বিশেষ পুরস্কার।  

ওয়েডিং হলের জন্য বুকিং করতে যোগাযোগ করতে হবে ০১৭৭৭৭০১১২৮ নম্বরে অথবা মেল করতে হবে [email protected] এই অ্যাড্রেসে।

আর হ্যালোইন উৎসবে যোগ দিতে বুকিং এর জন্য যোগাযোগ করতে হবে ০১৭৭৭৭০১১৬৩ নম্বরে অথবা মেল করতে হবে এই অ্যাড্রেসে [email protected] .  
  
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।