ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্রয় কমিটিতে ৬ প্রস্তাব অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
ক্রয় কমিটিতে ৬ প্রস্তাব অনুমোদন

ঢাকা: সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা ৬টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে। বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

 

তিনি জানান, ‘পায়রা গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো/সুবিধাদি উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ২৫৪ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে চারলেন বিশিষ্ট রজপাড়া-পায়রা বন্দর সংযোগ সড়ক নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।

 

জাপান সরকারের ডিআরজিএ অ্যান্ড ডিআরজিএফ-সিএফ ঋণ সহায়তায় বাস্তাবায়নাধীন ‘পাহাড়তলী ওয়ার্কশপ উন্নয়ন’ উপ-প্রকল্পের আওতায় পাহাড়তলী কারখানার জিডি-১ প্যাকেজের কাজ পেয়েছে চীনের মেসার্স সিআরআরসি কোম্পানি। এতে ব্যয় হবে ১১৬ কোটি ১৬ লাখ ৬২ হাজার টাকা।

বিশ্বব্যাংকের অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন একটি প্রকল্পেরও ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এক হাজার ৮৯ কোটি ৯৫ লাখ টাকায় কাজটি পেয়েছে জংকিং ইন্টারন্যাশনাল কন্সট্রাকশন করপোরেশন।

ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের অধীনে প্রশ্নপত্র মুদ্রণ, ডাটা অন্তর্ভুক্তকরণ এবং আইসিআর প্রযুক্তির মাধ্যমে তা প্রক্রিয়াকরণের কাজ পেয়েছে জেরক্স ইন্ডিয়া লিমিটেড, আইওই বাংলাদেশ লিমিটেড ও জামার্নির টপ ইমেজ সিস্টেম। এতে ব্যয় হবে ১১২ কোটি ৪৪ লাখ টাকা।

২৯ কোটি ২৯ লাখ ৮৩ হাজার টাকা ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের আওতায় ট্রেনিং অন এএইচডি ডাটা কালেকশন প্যাকেজে পরামর্শক প্রতিষ্ঠানের কাজ পেয়েছে টিএমএমএস।

ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ প্রকল্পের আওতায় পাবলিক ইনফরমেশন ক্যাম্পেইন প্যাকেজে ডেভেলপমেন্ট ডিজাইন কনসালট্যান্ট লিমিডেট ১৫ কোটি দুই লাখ ৮২ হাজার টাকায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে।
 
এছাড়াও চীন সরকারের অর্থায়নে জি টু জি ভিত্তিতে বাংলাদেশ সরকারের বিশেষ অগ্রাধিকার প্রকল্প হিসেবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ‘মংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’, ‘জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনে ডুয়েলগেজ ডাবল ল‍াইন নির্মাণ’, ‘আখাওড়া-সিলেট রেলপথকে মিটারগেজ থেকে ডুয়েলগেজে রুপান্তরের’ প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
 
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।