ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইনেই আগ্রহী করদাতারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
অনলাইনেই আগ্রহী করদাতারা

ঢাকা: আয়কর মেলা প্রাঙ্গণে সবচেয়ে ভিড় ছিলো অনলাইনে রিটার্ন দাখিল করার জন্য ইউজার পাসওয়ার্ড দেওয়ার বুথটিতে। করদাতাদের আগ্রহ এখন অনলাইনে বলে জানা যায় এনবিআর সূত্রে।

অনলাইনে কর সুবিধা প্রদান করার জন্য ইউজার আইডি দেওয়া শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। এ পাঁচদিনে ইউজার আইডি ও পাসওয়ার্ড নিয়েছেন ২ হাজার ৫৭৮ জন।  

ইউজার আইডি ও পাসওয়ার্ড নিতে করদাতাদের ই-টিআইএন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হচ্ছে। মিনিটেই আগ্রহী করদাতারা পেয়ে যাচ্ছেন অনলাইনে কর জমা দেওয়ার ইউজার আইডি ও পাসওয়ার্ড। ইউজার আইডি পাওয়ার পর করদাতারা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে কর জমা দিতে পারবেন।

আয়কর মেলার সাতদিনে অনলাইনে ইউজার আইডি নেওয়া করদাতার সংখ্যা ১০ হাজারে পৌঁছে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে জানান এনবিআর’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এনবিআর’র সদস্য কালীপদ হাওলাদার বাংলানিউজকে বলেন, মানুষ এখন সময়ের সঙ্গে কাজ করে। অনলাইনে করদাতাদের আগ্রহ যে এতো বেশি তাও সংশ্লিষ্টরাও বুঝতে পারেন নি। অনলাইনের বুথে করদাতাদের উপচেপড়া ভিড় চোখেপড়ার মতো।

অনলাইনে রেজিস্ট্রেশন করতে পেরে খুশি কর অঞ্চল-২ এর করদাতা আফসান হাসান। তরুণ এ ব্যবসায়ী বাংলানিউজকে বলেন, ঢাকা শহরের যানজটের যে অবস্থা তাতে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে ঘণ্টাখানের বেশি সময় লাগে। তার ওপর আমলাতান্ত্রিক জটিলতাতো আছেই। কিন্তু অনলাইনে কর জমা দেওয়ার সুবিধা হওয়ায় ভবিষ্যতে আমি আমার অফিস বা বাসায় বসেই কর জমা দিতে পারবো।  

ফলে একদিকে সময় বাঁচবে অন্যদিকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে রেহাই পাবো।

আয়কর মেলার শেষে অনলাইনে ইউজার আইডি নিতে গ্রাহকদের যেতে হবে সংশ্লিষ্ট কর অঞ্চলের অফিসে।

সপ্তম আয়কর মেলার প্রথম পাঁচদিনে সারাদেশে আয় হয়েছে ১৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা। শুধুমাত্র পঞ্চম দিনেই আয় হয়েছে ২৫৯ কোটি ৯৩ লাখ টাকা। প্রথম পাঁচদিনে সারাদেশে ৬ লাখ ৩৮ হাজার ১৬ জন সেবাগ্রহণ করেছেন। আর রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ২১ হাজার ১৩১ জন।

**আয়কর মেলার সময় বাড়ানো হবে না: এনবিআর
**প্রথমবার কর দিলেন প্রতিবন্ধী সোহরাব হোসেন
**৫ দিনে আয়কর আদায় ১৪১৭ কোটি টাকা

**উৎসবমুখর আয়কর মেলা

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।