মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আয়োজিত ‘প্রফেসর শফিকুর রহমান স্মারক ২০১৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রোসপারিটি ফর অল, পোভার্টি ফর নান: এ জার্নি টোয়ার্ডস ফাইনান্সিয়াল ইনক্লুশন বিষয়ক বক্তব্যে আতিউর রহমান বলেন, সরকারের ‘ভিশন-২০২১’ জনগণের মৌলিক চাওয়াকে ঘিরেই তৈরি করা হয়েছে। ব্যক্তিখাতের প্রাধান্য, উদারীকরণ ও বিনিয়োগবান্ধব নীতি সংস্কার, বড় বড় অবকাঠামো গড়ার উদ্যোগ, ব্যাপক-ভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা, দেশব্যাপী ডিজিটাল প্রসার ও মার্কেটের সঙ্গে অধিক হারে সংযুক্তির কৌশলের ওপর ভিত্তি করে এই দীর্ঘমেয়াদি কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, গত আট বছরে প্রবৃদ্ধি ছিলো গড়ে প্রায় ৬.৩ শতাংশ। দারিদ্র্যের হার কমানোর ক্ষেত্রেও বাংলাদেশ বেশ এগিয়ে। এই হার প্রায় ১২ শতাংশে নামিয়ে আনা গেছে (২০০৫ সালে তা ছিল ২৫ শতাংশ)। বাংলাদেশের সামনে এখনো রয়েছে অনেক চ্যালেঞ্জ। ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ গড়তে হলে প্রবৃদ্ধির হার হতে হবে ৮ শতাংশের বেশি, আর বিনিয়োগের হার জিডিপির ৩৪ শতাংশ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সোসাইটির অধ্যাপক খন্দকার বজলুল হক, সাব্বির আহমেদ প্রমুখ।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট বা হিসাব থেকে গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে মোট ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এঘটনায় পদত্যাগ করেন আতিউর রহমান।
বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, জানুয়ারি: ২৫, ২০১৭
এসই/বিএস