বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ’র কনফারেন্স রুমে ‘গ্লোবাল কটন সামিট বাংলাদেশ ২০১৭’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জাননো হয়।
বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন বলেন, তুলা আমদানিতে কোনো একটি দেশের ওপর নির্ভরশীল না থেকে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ তৈরির লক্ষ্যে এ সামিট শুরু হচ্ছে।
তিনি আরও বলেন, ২০২১ সালে বাংলাদেশ টেক্সটাইল ও পোশাক রপ্তানি থেকে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির স্বপ্ন দেখছে, তা বাস্তবায়ন করতে হলে ইয়ার্ন ও ফেব্রিকের নিরবচ্ছিন্ন সরাবরাহ নিশ্চিত করতে হবে। সুতা তৈরির প্রয়োজনীয় কাঁচা তুলার সোর্স এবং সাপ্লাই অক্ষুন্ন রাখতে হবে। এ সামিট সেক্ষেত্রে ভূমিকা রাখবে।
দুই দিনব্যাপী এ সামিটে বাংলাদেশ, ভারত, সুদান, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, মালি, বুরকানাফাসো, চাদ, তুরস্ক, ইরান যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ অংশ নেবে।
আগামী ২৭ জানুয়ারি সকাল ১০ টায় র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উদ্বাধন করবেন।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এএম/এমজেএফ