ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্লোবাল কটন সামিট শুরু ২৭ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
গ্লোবাল কটন সামিট শুরু ২৭ জানুয়ারি গ্লোবাল কটন সামিট বাংলাদেশ শীর্ষক সংবাদ সম্মেলন/ ছবি: শাকিল

ঢাকা: আগামী ২৭ জানুয়ারি শুরু হচ্ছে টেক্সটাইল ও তুলা খাতের সর্ববৃহৎ গ্লোবাল কটন সামিট ২০১৭। সামিটের আয়োজন করছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ)।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএ’র কনফারেন্স রুমে ‘গ্লোবাল কটন সামিট বাংলাদেশ ২০১৭’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জাননো হয়।

বিটিএমএ’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন বলেন, তুলা আমদানিতে কোনো একটি দেশের ওপর নির্ভরশীল না থেকে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ তৈরির লক্ষ্যে এ সামিট শুরু হচ্ছে।

অর্গানিক কটন আমদানিতে আমরা ভারতের ওপর শতভাগ নির্ভরশীল। অন্যান্য দেশে সোর্স তৈরি করা এবারের সামিটের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, ২০২১ সালে বাংলাদেশ টেক্সটাইল ও পোশাক রপ্তানি থেকে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির স্বপ্ন দেখছে, তা বাস্তবায়ন করতে হলে ইয়ার্ন ও ফেব্রিকের নিরবচ্ছিন্ন সরাবরাহ নিশ্চিত করতে হবে।   সুতা তৈরির প্রয়োজনীয় কাঁচা তুলার সোর্স এবং সাপ্লাই অক্ষুন্ন রাখতে হবে। এ সামিট সেক্ষেত্রে ভূমিকা রাখবে।

দুই দিনব্যাপী এ সামিটে বাংলাদেশ, ভারত, সুদান, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, মালি, বুরকানাফাসো, চাদ, তুরস্ক, ইরান যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ অংশ নেবে।

আগামী ২৭ জানুয়ারি সকাল ১০ টায় র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী উদ্বাধন করবেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।