ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারের তদারকি বিভাগকে এসইসি’র নির্দেশনা

এসএম গোলাম সামদানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

ঢাকা: লেনদেনের ক্ষেত্রে শীর্ষ ৩০টি ব্রোকারেজ হাউসের কার্যক্রম প্রতি বছর কমপক্ষে একবার পরিদর্শনের জন্য দেশের দুটি পুঁজিবাজারের সার্ভিল্যান্স (তদারকি) বিভাগকে নির্দেশনা দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

গত বৃহস্পতিবার এসইসি’র বাজার পর্যবেক্ষণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।



সিদ্ধান্ত অনুযায়ী, বাদবাকি ব্রোকারেজ হাউসে প্রতি দু’ বছরে কমপক্ষে একবার এ ধরনের পরিদর্শন কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো ব্রোকারেজ হাউস অনিয়মের আশ্রয় নিচ্ছে কিনা তাও নিয়মিতভাবে খতিয়ে দেখবে এ বিভাগ।  

শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা জারি হবে বলে এসইসি’র একজন কর্মকর্তা জানিয়েছেন।

বৈঠকে বলা হয়, শেয়ারবাজারে সামগ্রিক কার্যক্রমের প্রাথমিক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে স্টক এক্সচেঞ্জের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাজারে কোনো রকমের অনিয়ম হলে পুঁজিবাজারের পক্ষে তা চিহ্নিত করা সম্ভব। বিশেষ করে ব্রোকারেজ হাউসের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলা হচ্ছে কিনা- তা নিশ্চিত করার ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জ সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।

কিন্তু দেশের উভয় পুঁজিবাজারেই বর্তমানে যে ধরনের তদারকি কার্যক্রম পরিচালনা করছে তা শেয়ারবাজারের জন্য যথেষ্ট নয়।

এ অবস্থায় ডিএসই এবং সিএসই’র তদারকি কার্যক্রম আরও জোরদার হওয়া উচিত বলে মনে করে কমিশন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।