মেলায় আগত কোম্পানির সেলস ম্যানেজার গ্রেস এক্সইউ বাংলানিউজকে জানান, আমরা প্রতিবারেই বাংলাদেশের প্লাস্টিক মেলায় এ মেশিন স্যাম্পল হিসেবে নিয়ে আসি। উদ্যোক্তা এবং বিভিন্ন প্লাস্টিক সামগ্রী তৈরির কোম্পানিগুলোকে সেবা দেয়ার জন্য এই মেশিন মেলায় উপস্থাপন করা হয়েছে।
তিনি জানান, এ মেশিন বিভিন্ন মডেলের হয়ে থাকে। দামও ভিন্ন ভিন্ন। যেমন ১২০, ১৮০, ২৬০ সহ বিভিন্ন মডেলের মেশিন তৈরি করছি আমরা। তবে বর্তমানে ২৬০ মডেল মেশিনের দাম ২১ লাখ ৬০ হাজার টাকা।
তিনি বাংলানিউজকে আরো জানান, বেশিরভাগ প্লাস্টিক ফ্যাক্টরিতে যেসব পলিথিন তৈরি হয়, তার বেশিরভাগই থাকে অব্যবহারযোগ্য আমাদের মেশিনে সেই অব্যবহারযোগ্য পলিথিন থেকে দানা তৈরি করা হয়। আবার দানা থেকে রিসাইকেলিং করে পলিথিন তৈরি করা হয়। আমাদের মেশিনে কস্টিং খরচ অনেক কম পড়ে। প্রয়োজনীয় কাঁচামাল নষ্ট হয় না।
তিনি আরো বলেন, এ মেশিনের সাহায্যে বিভিন্ন কালারের পলিথিন তৈরি করা হয়। মেলায় আগত উদ্যোক্তা এবং কোম্পানির মালিকেরা এসে আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিচ্ছেন এবং আমাদের ভিজিটিং কার্ডও নিয়ে যাচ্ছেন। মেলায় মূলত মেশিনের অর্ডার নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
ওএফ/আরআই