শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ১২তম ইন্টারন্যাশনাল প্লাস্টিক ফেয়ার-২০১৭ প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
প্লাস্টিক পণ্য উৎপাদনকারী বিভিন্ন কারখানার ব্যবসায়ী ও উদ্যোক্তারা মেলা শুরুর সঙ্গে সঙ্গে ভিড় করছেন।
চার দিনব্যাপী এ মেলায় বিশ্বের ১৪টি দেশের প্লাস্টিক শিল্প সংশ্লিষ্টরা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় কালারপ্লাস মাস্টারব্যাচ, ব্লো মেশিন, মল্ডিং মেশিন, কাঁচামাল,পলিথিন তৈরির মেশিন, ওয়ার পিউরিফিকেশন মেশিনসহ প্লাস্টিক শিল্পে ব্যবহারিত বিভিন্ন প্রকারের মেশিনারিজের প্রর্দশনী করা হচ্ছে।
মেলা পরিদর্শন করেছেন কামরুল গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসান।
তিনি বলেন, প্লাস্টিক শিল্পের প্রসারের জন্য এ মেলার গুরুত্ব অনেক। বিভিন্ন দেশের প্লাস্টিক সেক্টরের প্রতিনিধিরা এসেছেন। তাদের সঙ্গে ব্যবসার বিভিন্ন দিক নিয়ে কথা বলে প্লাস্টিক পণ্য রফতানি বাজারের ধারণা পাওয়া যাচ্ছে।
১২তম প্লাস্টিক মেলায় দেশি ও বিদেশি ৪৫০টির মতো স্টল রয়েছে।
প্লাস্টিক শিল্পের প্রসারে স্টলগুলোতে নতুন এবং প্রযুক্তির সমন্বয়ে বিভিন্ন পণ্য সরবরাহ করা হচ্ছে। এতে চায়না, কোরিয়া, তাওয়ান, তুরস্কসহ বিভিন্ন দেশের সুনামধন্য প্লাস্টিক পণ্য ও কাঁচামাল উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য প্রদর্শন করছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
এমসি/পিসি