কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ তানিয়া সুলতানা বাংলানিউজকে বলেন, বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেটর চলার কারণে পানি গরম হয়ে যায়। অনেক সময় এ গরম পানি ঠাণ্ডা করার প্রয়োজন পড়ে।
তিনি বলেন, ওয়াটার কুলিং টাওয়ারের দাম মানভেদে ভিন্ন ভিন্ন। যেমন ১০ টন পানি ধারণক্ষমতা ওয়াটার কুলিং টাওয়ারের মূল্য ৩৫ হাজার টাকা, ২০ টন পানি ধারণক্ষমতা টাওয়ারের দাম ৬৫ হাজার, ৮০ টন পানি ধারণক্ষমতা টাওয়ারের দাম ২ লাখ ৭৫ হাজার, ১০০ টন পানি ধারণক্ষমতা টাওয়ারের মূল্য ৩ লাখ ৭৫ হাজার এবং ৫০০ টন পানি ধারণক্ষমতা টাওয়ারের মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা।
তানিয়া সুলতানা বলেন, আগে ব্যবসায়ীরা এ ওয়াটার কুলিং টাওয়ার দেশের বাইরে থেকে আমদানি করতেন। আর এখন তারা খুব সহজেই দেশ থেকে এটি ক্রয় করতে পারছেন। এ টাওয়ারের কারণে পানির অপচয় অনেক কম হয়। ব্যবসায়ীদের কস্টিং খরচও কম পড়ে।
তিনি আরো বলেন, মিরপুর ১২ নম্বরে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে। ব্যবসায়ী এবং উদ্যোক্তারা যোগাযোগ এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে টাওয়ারটি ক্রয় করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭
ওএফ/আরআই
**ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৬ লাখ টাকায় সেমি ব্লো মল্ডিং মেশিন