তোফায়েল বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। শ্রম পরিবেশ উন্নত হয়েছে।
একই অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, শ্রম পরিবেশ উন্নত করতে বাংলাদেশ নানা পদক্ষেপ নিচ্ছে। সামনে আরো নেবে। এতে আমরা খুশি। প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন থাকা জরুরি নয়। কিন্তু একটি প্ল্যাটফরম থাকতে হবে যেখানে শ্রমিকরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে। শ্রম অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।
বিআইডিএসের রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ বলেন, বাংলাদেশের শিল্পকে সামনে এগিয়ে যেতে হলে এখন তিনটি জিনিসের সমন্বয় খুব জরুরি। আর তা হলো, উন্নত কর্মপরিবেশ, স্থিতিশীল পলিসি ও অবকাঠামোগত উন্নয়ন। এসব বিষয় নিয়ে সরকার ও মালিক পক্ষকে কাজ করতে হবে।
*আমেরিকা আমাদের ট্যাক্সেও চলে, অ্যাপারেল সামিটে শেখ হাসিনা
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
ইউএম/আরআই