শনিবার (২৫ ফেব্রুয়ারি) আইডিআরএ সূত্র জানায়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম শেফাক আহমেদের দ্বিতীয় মেয়াদে (তিন বছরে) মোট ১৭২ কোটি টাকা আয় করে আইডিআরএ। মোট ৭৮টি বিমা কোম্পানির লাইসেন্স ও রেজিস্ট্রেশন এবং এজেন্ট লাইসেন্স নবায়ন ফি, নতুন বিমা কোম্পানির শাখা খোলার ক্ষেত্রে ব্রাঞ্চ লাইসেন্স ফি আদায় বাবদ এই টাকা আয় হয়েছে।
পাশাপাশি বিভিন্ন অনিয়মের কারণে বিমা কোম্পানিগুলোকে করা জরিমানার আদায়ের অর্থ এর মধ্যে রয়েছে।
সূত্র আরও জানায়, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও অন্যান্য খরচ বাবদ ৭২ কোটি টাকার রেখে দিয়েছে আইডিআরএ।
২০১১ সালের জানুয়ারি মাসে আইডিআরএ গঠন করা হয়। অর্গানোগ্রাম অনুযায়ী সংস্থাটি গঠনের জন্য চেয়ারম্যান, চারজন সদস্যসহ মোট ১৭৯ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের কথা থাকলেও ৬০ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে চলছে প্রতিষ্ঠানটি।
আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ বাংলানিউজকে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের হাত শক্তিশালী করা দরকার। সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে আইডিআরএ।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
এমএফআই/এটি