সম্প্রতি জাপানে বিজনেস ইউনিভার্সিটি ফোরামের এক সিম্পোজিয়ামে প্রধান অতিথির ভাষণে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
ফোরামটি ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘টুয়ার্ডস ইনক্লিউসিভ সোসাইটি-কালটিভেটিং ট্যালেন্টস ইন অ্যা ৠাপিডলি চেঞ্জিং সোসাইটি’ শীর্ষক সিম্পোজিয়ামটি আয়োজন করে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটা এখন বিস্ফোরণ উন্মুখ টাইম বোমা। আমাদের উচিত এ সমস্যাটির প্রতি সর্বাধিক মনোযোগ দেওয়া। নইলে এ থেকে উদ্ভূত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিস্ফোরণ ঠেকানো যাবে না। ’
সম্পদ কেন্দ্রীকরণের বিস্ফোরন্মুখ টাইম বোমার প্রতি জাপানি ব্যবসায়ী নেতাদের দৃষ্টি আকর্ষণ করে শীর্ষস্থানীয় জাপানি ব্যবসায়ী ফোরামে প্রথাগত অর্থনৈতিক চিন্তাধারা বদলে ফেলতেও আহ্বান জানান তিনি।
বিজনেস ইউনিভার্সিটি ফোরাম একটি প্লাটফর্ম, যেখানে বিভিন্ন দেশের ব্যবসায়িক নেতা ও শীর্ষ শিক্ষাবিদরা অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক পরিবর্তনের ফলে উদ্ভূত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে মিলিত হন।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
টিআই