ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিপিতে সর্বোচ্চ অর্জনে টেলিযোগাযোগ বিভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এডিপিতে সর্বোচ্চ অর্জনে টেলিযোগাযোগ বিভাগ

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ২০১৫-১৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপিতে সর্বোচ্চ অবদান রেখেছে। এই বিভাগ লক্ষ্য মাত্রার চেয়েও বেশি অর্জনে সক্ষম হয়েছে; ছুঁয়েছে ১২২ দশমিক ৬৪ শতাংশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২০১৬-২০১৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিষয়ক জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ তথ্য জানানো হয়।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ফেসবুকে লিখেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সব কর্মকর্তার নতুন কর্ম-পরিকল্পনা এবং নতুন উদ্যোমে অগ্রসর হওয়া, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করে সার্বক্ষণিক অগ্রগতি কার্যক্রমগুলো ত্বরান্বিত করার ক্ষেত্রে ‘মনিটরিং’ বলবৎ রাখার কারণে এডিপডিতে আর্থিক অগ্রগতি সর্বোচ্চ হয়েছে।

এই অর্জনে টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এমআইএইচ/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।