রোববার (০৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভোটগ্রহণ উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভায় সাধারণ ছুটি ও তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।
যেসব উপজেলায় ব্যাংক বন্ধ থাকবে- সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ির গুইমারা, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং পাবনার সুজানগর ও ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে বরিশালের বানারীপাড়া, গৌরনদী, পটুয়াখালীর রাঙ্গাবালি, কুমিল্লার আদর্শ সদর, নাটোরের বরাইগ্রাম ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়ও চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া নীলফামারীর জলঢাকা, সাতক্ষীরার কলারোয়া ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ও তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে বলে বাংলাদেশ ব্যাংক আকেটি প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এসই/জেডএস