ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজিএমইএ-কে জমি দেবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
বিজিএমইএ-কে জমি দেবে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতিকে (বিজিএমইএ) রাজধানীর উত্তরায় জমি দেবে সরকার। আগামী দুই বছরের মধ্যে ওই জমিতে ভবন তৈরি করা হবে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার (০৬ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায় সবাইকে মাথা পেতে মেনে নিতে হবে।

বিজিএমইএ আমাদের কাছে জমি চেয়ে আবেদন করেছে। আমরা তাদের উত্তরায় জমি দেবো। আদালতের রায়ের পর শ্রমঘণ এ সেক্টরে আর শ্রমিক অসন্তোষের আশঙ্কা নেই।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
আরএম/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।