ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আট মাসে এডিপি বাস্তবায়ন ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আট মাসে এডিপি বাস্তবায়ন ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা

ঢাকা: চলতি ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মোট বরাদ্দ ১ লাখ ১০ হাজার ৭শ’ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। আট মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা বা ৩৭ শতাংশ। এখনও সংশোধিত এডিপি খরচ হয়নি ৫৫ হাজার ১৬৮ কোটি টাকা।
 
 

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেওয়া তথ্য উপস্থাপন করেন।

এখনও অর্ধেকের বেশি অর্থ সংশোধিত এডিপিতে পড়ে আছে।

হাতে সময় আছে মাত্র ৪ মাস। তবে পরিকল্পনামন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার এডিপি বাস্তবায়ন অগ্রগতি ভালো হবে।

এডিপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আট মাসে ৩৭ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে। প্রথম কয়েক মাস সবসময়ই এডিপি বাস্তবায়নের হার কম হয়। প্রকল্প প্রস্তুতসহ নানা কারণে সময় চলে যায়। তবে আশা করছি চলতি বছর শেষে এডিপি বাস্তবায়ন হার ভালো হবে। কারণ প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা নেই। ‘

আইএমইডি সূত্রে জানা গেছে, গত মাসে (জানুয়ারি) এডিপি বাস্তবায়নের হার ছিলো ৩২ দশমিক ৪১ শতাংশ। টাকার অংকে এর পরিমাণ ছিলো ৩৯ হাজার ৯৭৩ কোটি টাকা। ১ হাজার ৩৬৫ প্রকল্পে এক মাসে খরচ হয়েছে ৫ হাজার ৫৫৯ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৩৪ শতাংশ বা টাকার অংকে ৩৪ হাজার ৬৭৫ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
এমআইএস/জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।