বুধবার (১৫ মার্চ) কমিশনের নির্ধারিত বৈঠকে তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়।
দুদক সূত্রে জানা যায়, ব্র্যাক ব্যাংক কর্মকর্তা সুকুমার রায় ক্ষমতার অপব্যবহার করে মো. নুর আলমের সঙ্গে যোগসাজশে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এককোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছেন।
আরও জানা যায়, ২০১৬ সালের জুলাই মাসে তাদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি অর্থআত্মসাতের মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। বর্তমানে মামলাটির তদন্ত করছেন তিনি।
তদন্ত শেষে কমিশনে আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে চার্জশিটের অনুমতি চাইলে কমিশন তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয়।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
এসজে/জিপি/এএ