এ সময় অন্যান্যের মধ্যে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনি, চেম্বারের পরিচালক আতিকুর রহমান কালু, সাবেক পরিচালক এম. শরীফসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে প্রচার-প্রচারণা প্রশ্নে বাণিজ্য মেলার আয়োজক রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেন মেলার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের জন্য স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
স্থানীয়ভাবে ডিশ লাইনের চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এছাড়া মহানগরীর বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়েছে। এরপরও কিছু স্টল ও প্যাভিলিয়ন ফাঁকা রয়েছে।
তবে বাণিজ্য মেলার শুরুর প্রথম সপ্তাহেই এগুলো পূরণ হয়ে যাবে বলে জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান চেম্বার পরিচালক আতিকুর রহমান কালু।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেলায় ৪০টি স্টল ও তিনটি প্যাভিলিয়ন রয়েছে। আর পণ্যের স্টল ছাড়াও এবারের বাণিজ্য মেলায় বিনোদনের জন্য নাগোরদোলা, ট্রেন, ডরেমন, মৃত্যুকূপ, যাদু ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০ পর্যন্ত খোলা থাকবে বলেও জানিয়েছেন বাণিজ্য মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
এসএস/আরআই