বুধবার (২২ মার্চ) শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে সাক্ষাৎকালে ব্যবসায়ী প্রতিনিধিরা এ দাবি জানান।
সংগঠনের সভাপতি জসিমউদীন সাংবাদিকদের জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলমান রাসায়নিক কেমিক্যাল ও প্লাস্টিক কারখানায় অভিযানের পরিপেক্ষিতে আমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি।
তিনি আমাদের সামনে মেয়রকে ফোন দেন এবং এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন।
এ সময় মন্ত্রীর কাছে লিখিত দাবি জানান ব্যবসায়ীরা।
আরো উপস্থিত ছিলেন, বিপিজিএমইএ’র সাবেক সভাপতি ফোরদৌস ওয়াহেদ, জসিম আহমেদ, কাজী আনোয়ারুল হক, সহ-সভাপতি কেএম ইকবাল হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এএম/এসএইচ