বাংলাদেশ ব্যাংকে আগুন নেভানোর তৎপরতায় নিয়োজিত ফায়ার সার্ভিস কর্মীরা;ছবি-দীপু
ঢাকা: কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। জিডি নং- ১৫৭৩। শুক্রবার (২৪ মার্চ) ব্যাংকের যুগ্ম-পরিচালক নুরুল ইসলাম মতিঝিল থানায় এ জিডি করেন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর তারা ঘটনাস্থলে এসে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের ৩২ তলা ভবনের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে অাগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
পিএম/আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।