শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সুমন চাকমা।
তিনি বাংলানিউজকে জানান, যাত্রী সুমন প্রায় ১০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে থাকেন।
পরবর্তীতে স্বর্ণকার দ্বারা লেডিস ব্যাগের আংটাগুলোর রিং পরীক্ষা করে দুপুরে স্বর্ণের বিষয়টি নিশ্চিত হয়।
কাস্টমসের জিজ্ঞাসাবাদে সুমন বলেন, দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে তিনি গাড়ি চালক হিসেবে কাজ করছেন। সেখানে তার এক বন্ধু লেডিস ব্যাগগুলো দিয়েছে। আর দেওয়ার সময় বলেছে দেশে তার আত্মীয়দের কাছে ব্যাগগুলো দিতে। এছাড়া বাকী আর কিছুই তিনি জানেন না।
কাস্টমস সূত্রে জানা যায়, তিনটি লেডিস ব্যাগে মোট ২০টি রিং ছিলো। সেগুলোর প্রত্যেকটি সোনার। ২০টি রিংয়ের মোট ওজন ৭৭৫গ্রাম। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা। আটককৃত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করা হবে বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ২৫,২০১৭
এসজে/এসএইচ