ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ছুটির দিনগুলোতেই অস্থির বাজার!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
ছুটির দিনগুলোতেই অস্থির বাজার!   ছুটির দিনে বাড়তি হাঁকা হয় সবজির দাম

ঢাকা: রাজধানীর বাজারগুলোতে অন্য দিনের তুলনায় শুক্র ও শনিবারসহ ছুটির দিনগুলোতে ক্রেতার সংখ্যা বেড়ে যায়। সঙ্গে সঙ্গে বাড়ে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম।

ক্রেতারা বলছেন, ছুটির দিনে ক্রেতার আধিক্যের সুযোগে বিক্রেতারা কেজিপ্রতি ৫ টাকা থেকে ১০ টাকা বাড়িয়ে দেন সবজিসহ সব ধরনের পণ্যের দাম। জিম্মি করেই অস্থিতিশীল করা হয় পণ্যের দাম- এ অভিযোগ তাদের।


 
শনিবার (০১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, কারওয়ানবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এ অভিযোগ পাওয়া গেছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী জাহাঙ্গীর আলম (৪৫) বাংলানিউজকে বলেন, শুক্রবার আর শনিবার- এ দু’দিনই বাজারে ভোগ্যপণ্যের দাম বেড়ে যায়। ক্রেতা বেশি থাকায় বিক্রেতারাই দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করে তোলেন।

মাছের দামই কেবল সামান্য কমেছেশনিবার অন্য দিনগুলোর চেয়ে ২-৫ টাকা বেড়ে কেজিপ্রতি আলু ১৮ টাকা,  ফুলকপি প্রতিটি ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, লেবু হালিপ্রতি ১৫ থেকে ২৫ টাকা, পালং শাক আঁটিপ্রতি ১৫ টাকা, লালশাক ১৫ টাকা এবং লাউশাক ১৮ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি টমেটো ৫০ টাকা, সাদা বেগুন ৫৮ টাকা, কালো বেগুন ৫০ টাকা, শিম ৫০ টাকা থেকে ৫৪ টাকা, শশা ৪৫ টাকা থেকে ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ঝিঙ্গা ৫৮ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, করলা ৬০ টাকা, গাজর ৫০ টাকা, পেঁয়াজের কালি ২০ টাকা, চাল কুমড়া ১৫ টাকা, কচুর লতি ৬০ টাকা ও কাঁচা মরিচের দাম রাখা হচ্ছে ৭৫ টাকা।

এদিকে দু’দিনের ব্যবধানে ১০ টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬৫ টাকা ও লেয়ার মুরগি ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। যেখানে গত বুধবার (২৯ মার্চ) ব্রয়লার মুরগি ১৫৫ টাকা ও লেয়ার মুরগি ১৮০ টাকায় বিক্রি হয়েছিল। এছাড়া দেশি মুরগি ৪০০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই, গরুর মাংস প্রতি কেজি ৫০০ টাকা ও খাসির মাংস ৭৫০ টাকা।

একমাত্র মাছের দামই গত সপ্তাহের তুলনায় একটু কম। আকার ভেদে প্রতি কেজি রুই মাছ ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা, সরপুঁটি ৩২৫ টাকা থেকে ৪৫০ টাকা, কাতলা ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা, পাঙ্গাস ১২০ টাকা থেকে ১৮০ টাকা, টেংরা ৬০০ টাকা, মাগুর ৬৫০ টাকা থেকে ৮০০ টাকা, তেলাপিয়া ১৪০ টাকা থেকে ১৮০ টাকা, সিলভার কার্প ১৫০ টাকা থেকে ২০০ টাকা, চাষের কৈ ২০০ টাকা থেকে ২৫০ টাকা এবং চিংড়ি ৪৫০ টাকা থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুরগির মাংসের দাম বেড়েছে কেজিপ্রতি ১০ টাকাচালের বাজার আগে মতোই চড়া, কোনো পরিবর্তন নেই। কেজিপ্রতি স্বর্ণা চাল ৪০ থেকে ৪২ টাকা, মিনিকেট ৫০ টাকা থেকে ৫৪ টাকা, মিনিকেট নরমাল ৪৮ টাকা, পারিজা ৪০ টাকা থেকে ৪১ টাকা,  বিআর২৮ ৪২ টাকা থেকে ৪৪ টাকা, নাজিরশাইল ৪২ টাকা থেকে ৪৮ টাকা, বাসমতি ৫৬ টাকা এবং কাটারিভোগ ৭৪ টাকা থেকে ৭৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।