ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কটেজ-মাইক্রো-ক্ষুদ্র খাতে অর্থায়নে গতি আনার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
কটেজ-মাইক্রো-ক্ষুদ্র খাতে অর্থায়নে গতি আনার নির্দেশ

ঢাকা: দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কটেজ-মাইক্রো-ক্ষুদ্র ও মাঝারিখাতের অর্থায়নে গতি আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

রোববার (০২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।  

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় নারী উদ্যোক্তাদের ব্যক্তিগত গ্যারান্টিকে জামানত হিসেবে বিবেচনা করে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা সহায়তা জামানত ব্যতিরেকে প্রদানের নির্দেশনা রয়েছে।


 
কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারিখাতের নারী উদ্যোক্তাদের উদ্যোগে অর্থায়ন প্রাপ্তি সহজতর করতে এ নির্দেশনা পরিপালনে আরও গুরুত্ব দিতে হবে।  

কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারিখাতের নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় নতুন উদ্যোক্তাদেরকে উদ্যোগের প্রকৃতি এবং উৎপাদিত পণ্য ও সেবার বাজার বিবেচনা করে ব্যাংকার-কাস্টমার সর্ম্পকের ভিত্তিতে সহায়ক জামানতবিহীন প্রয়োজনে ১০ লাখ টাকার অধিক ঋণ বিতরণ করা যাবে।
 
অবিলম্বে এ নির্দেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।