রোববার (০২ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মো. শামসুদ্দিন কর্তৃক স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।
দ্বিতীয় সচিব মো. শামসুদ্দিন কর্তৃক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ঢাকা কাস্টমস হাউসের কমিশনারের দায়িত্ব পালন করতে হবে।
এ বিষয়ে অতিরিক্ত দায়িত্ব পাওয়া সদ্য কমিশনার প্রকাশ দেওয়ান বাংলানিউজকে বলেন, রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে একটি চিঠি পেয়েছি। সেখানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে আমাকে কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (০৩ এপ্রিল) থেকে দায়িত্ব নিতে হবে।
উল্লেখ্য, কমিশনার মো. লুৎফর রহমান গত বৃহস্পতিবার পদোন্নতি পেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কাস্টমস নীতি) হিসেবে যোগদান করেছেন। ফলে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার পদটি শূণ্য থাকায় কমিশনার হলেন প্রকাশ দেওয়ান। অন্যদিকে মো. লুৎফর রহমান ২০১৫ সালের ৫ মার্চ ঢাকা কাস্টমস হাউজের কমিশনার হিসেবে নিয়োগ পান। কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহন করার পর ঢাকা কাস্টম হাউস এ সময়ে রাজস্ব আহরণ ও চোরাচালান প্রতিরোধে দৃশ্যমান সাফল্য অর্জন করেছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৭
এসজে/বিএস