বুধবার (০৫ এপ্রিল) সচিবলায়ে দু’টি সরকারি প্রতিষ্ঠানের লভ্যাংশের চেক গ্রহণ শেষে সাংবাদিকদের একথা বলেন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, গত প্রায় ২০ বছর আমাদের প্রবৃদ্ধি প্রায় ৬ দশমিক ৩ শতাংশ।
তিনি বলেন, আমরা এবারের সুবিধা পাচ্ছি দেশের স্বার্থে। ২০১৫-১৬ পর্যন্ত দেশ ভালোই চলছে। অর্থনৈতিকভাবে চলছে। মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে এত ব্যস্ত, আমার মনে হয় কেউ আর কোনোদিন এ দেশে হরতাল ডাকবে না। কারণ, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ হচ্ছে।
মুহিত বলেন, আমাদের উদ্দেশ্য-পলিসি খুব সহজ ও বহু বছরের। একটাই কারণ দারিদ্র্য কমানো গেলে উৎপাদন-চাহিদা ও প্রবৃদ্ধি বাড়বে। এটি বাংলাদেশে আরও অন্ততপক্ষে দশ বছরের মতো চলবে। ইন্স্যুরেন্সে এখন বড় ধরনের ব্যবসা হচ্ছে। আমরা আশা করবো, অন্যান্য ব্যবসার মতো এর প্রবৃদ্ধি আরও বাড়বে।
২০১৫-২০১৬ অর্থবছরের জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইফতেখার-উজ-জামান একশ উননব্বই কোটি চুরাশি লাখ টাকা ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ একশ কোটি টাকা লভ্যাংশের চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন।
এ সময় বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, আইসিবি ব্যবস্থাপনা পরিচালক মো. ইফতেখার-উজ-জামান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭/আপডেট: ২১৫৯ ঘণ্টা
এসই/ওএইচ/এমজেএফ