ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কাস্টমস ও ভ্যাটের কমিশনার পদে রদবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
কাস্টমস ও ভ্যাটের কমিশনার পদে রদবদল রদবদল হও‍য়া কর্মকর্তারা- ছবি: ফাইল ফটো

ঢাকা: ভ্যাট ও কাস্টমসের ৪ কমিশনার পদে রদবদল হয়েছে। বুধবার (৫ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো.শামসুদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়েছে।

কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট ( আপীল) কমিশনারেট ঢাকা-১ এর কমিশনার মারগূব আহমদকে খুলনার মংলা কাস্টমস হাউসে বদলি করা হয়েছে। ভ্যাটের নিরীক্ষা,গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক প্রকাশ দেওয়ানকে ঢাকা কাস্টমস হাউসের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।


 এছাড়া কমিশনার মো.সাইফুল ইসলামকে পরবর্তী পদায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংযুক্ত কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেট ঢাকা-১ এর কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আর খুলনার মংলা কাস্টমস হাউসের কমিশনার ড.মোহাম্মদ আল আমিন প্রামানিককে ভ্যাটের নিরীক্ষা,গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ৫ এপ্রিল,২০১৭
এসজে/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।