বুধবার (০৫ এপ্রিল) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেয়ারহোল্ডার লেনদেন ও বিনিয়োগকারীদের লেনদেন বাবদ মার্চ মাসে ডিএসইতে রাজস্ব আয় হয়েছে ৩১ কোটি ২৯ লাখ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মার্চে ডিএসই’র ব্রোকারেজ হাউজগুলোর লেনদেন থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ২১ কোটি ৭৭ লাখ টাকা। এতে ব্রোকারেজ হাউজের মালিক, প্রাতিষ্ঠানিক, ক্ষুদ্র এবং বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা লেনদেন করেন। একইসঙ্গে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ আয় হয়েছে ৯ কোটি ৫২ লাখ টাকা।
অপরদিকে, ফেব্রুয়ারি মাসে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ১৯ কোটি ৪০ লাখ টাকা ও উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ৪ কোটি ২১ লাখ টাকার রাজস্ব পেয়েছে সরকার।
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএফআই/এনটি