ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মার্চে সরকারকে ৩১ কোটি টাকা দিলো ডিএসই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
মার্চে সরকারকে ৩১ কোটি টাকা দিলো ডিএসই

ঢাকা: মার্চ মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় বাবদ আয় হয়েছে ৩১ কোটি ২৯ লাখ টাকা।

বুধবার (০৫ এপ্রিল) ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেয়ারহোল্ডার লেনদেন ও বিনিয়োগকারীদের লেনদেন বাবদ মার্চ মাসে ডিএসইতে রাজস্ব আয় হয়েছে ৩১ কোটি ২৯ লাখ টাকা।

ফেব্রুয়ারি মাসে আয় হয়েছিলো ২৩ কোটি ৬১ লাখ টাকা। জানুয়ারি মাসের চেয়ে ৭ কোটি ৬৮ লাখ টাকা বেশি। শতাংশের অংকে ৩৩ শতাংশ বেড়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মার্চে ডিএসই’র ব্রোকারেজ হাউজগুলোর লেনদেন থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ২১ কোটি ৭৭ লাখ টাকা। এতে ব্রোকারেজ হাউজের মালিক, প্রাতিষ্ঠানিক, ক্ষুদ্র এবং বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা লেনদেন করেন। একইসঙ্গে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ আয় হয়েছে ৯ কোটি ৫২ লাখ টাকা।

অপরদিকে, ফেব্রুয়ারি মাসে ডিএসইর ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ১৯ কোটি ৪০ লাখ টাকা ও উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ৪ কোটি ২১ লাখ টাকার রাজস্ব পেয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএফআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।