চার দিনের সফরে শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট বিজি-১০৯৭ ঢাকা ছাড়বে।
এফবিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধি দল ভারত সফরকালে ‘বাংলাদেশের সাথে বাণিজ্য’ শীর্ষক সেমিনারে অংশ নেবে।
ব্যবসায়ী নেতারা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বি টু বি (বিজনেস টু বিজনেস) সভায় যোগ দেবেন।
ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিষয়ে জানতে চাইলে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহম্মদ বলেন, বিশেষ করে পাওয়ার সেক্টর, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), টেক্সটাইল, ট্যুরিজম, পাট ও পাটজাত পণ্য, চামড়া, ট্রান্সমিশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
এফবিসিসিআই প্রতিনিধিদলের মধ্যে বিভিন্ন চেম্বার ও খাতভিত্তিক বিভিন্ন অ্যাসোসিয়েশনের ১৮১ জন প্রতিনিধি রয়েছেন।
সফর শেষে এফবিসিসিআই প্রতিনিধিদল আগামী ১০ এপ্রিল ঢাকায় ফিরবে।
বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
এএম/এমআইএইচ/জেডএম