ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রবৃদ্ধির অন্যতম সহায়ক হবে গার্মেন্টস খাত: অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
প্রবৃদ্ধির অন্যতম সহায়ক হবে গার্মেন্টস খাত: অর্থমন্ত্রী অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও অতিথিরা

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামীতে প্রবৃদ্ধির অন্যতম সহায়ক হবে গার্মেন্টস খাত। এখন ভারত ও চীন থেকে যে কটন আমদানি করা হয় তাতে নানা জটিলতা রয়েছে। আফ্রিকা থেকে ব্যাপক আকারে কটন আমদানির সম্ভাবনা এখন কাজে লাগাতে হবে।
 
 

রোববার (০৯ এপ্রিল) বেলা ১১টায় হোটেল ওয়েস্টিনে আফ্রিকান তুলা সরবরাহকারী প্রতিষ্ঠান ও এশীয় ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম ‘বি টু ‍বি’ কনফারেন্সে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
 
অর্থমন্ত্রী বলেন, আগামী ২৫ থেকে ৩০ বছর পর গার্মেন্টস খাত দেশের প্রবৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখবে।

এজন্য কটন আমদানি বাড়ানো ও সহজ সুযোগ সৃষ্টি করতে হবে।
 
আফ্রিকান তুলা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশে ক্রেতাদের যোগাযোগের মাধ্যমে আন্তঃব্যবসায়িক সর্ম্পক জোরদার করা যেতে পারে- বলেন মুহিত।
 
বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) সভাপতি মো. শহিদুল্লাহ বলেন, আমাদের দেশে আফ্রিকান যে কটন ব্যবহৃত হয় তার ব্যবহার বাড়ানোর জন্য তারা আফ্রিকান তুলা সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে মিলিত হয়েছেন। প্রচেষ্টা চলছে আফ্রিকা থেকে যেন বড় আকারে তুলা সরবরাহ করা যায়। আফ্রিকানরাও এতে আগ্রহী। এখন দু’পক্ষ মিলিতভাবে ব্যবসায়িক সর্ম্পক জোরদারের মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

সম্মেলনে আফ্রিকার সরবরাহকারী কটন শিল্পমান প্রেজেন্টশন করেন। কটনের ব্যবহার গুণাগুণ সর্ম্পকে অবগত করেন বাংলাদেশের আমদানিকারকদের।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের প্রধান নিবাহী হানি সালেম সনবল, বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন সহ সভাপতি মোহাম্মদ আলী খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।