তিনি বলেন, গত বছরের ৩০ জুন পর্যন্ত এ কর অঞ্চলে করদাতা ছিলেন ৬৪ হাজার ৯শ’ ৬ জন। মঙ্গলবার (১১ এপ্রিল) পর্যন্ত ময়মনসিংহ বিভাগে করদাতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬’শ ৮২ জন।
মঙ্গলবার বিকেল ৫টায় নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবারের (১৩ এপ্রিল) রাজস্ব হালখাতা উপলক্ষে প্রেস ব্রিফিয়ে এসব তথ্য জানান তিনি।
জিএম আবুল কালাম কায়কোবাদ জানান, বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজস্ব কার্যালয়ে এ হালখাতা অনুষ্ঠিত হবে। ‘বকেয়া কর আদায় নয়, পরিশোধ’ শ্লোগানে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে করদাতাদের উদ্বুদ্ধ করতেই এ আয়োজন।
ব্রিফিয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মো. ফজলুর রহমান, যুগ্ম কর কমিশনার শেখ শামীম বুলবুল, সহকারী কর কমিশনার সৌমিত্র চক্রবর্তী ও ফিরোজা আক্তার।
বাংলাদেশ সময় ২১১৫ ঘন্টা, এপ্রিল ১১, ২০১৭
এমএএএম/এএসআর