আর এই হালখাতায় বকেয়া পরিশোধে ঢাকা কাস্টমস হাউস অভাবনীয় সাফল্য পেয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বাংলানিউজকে একথা জানান ঢাকা কাস্টমস হাউসের কমিশনার প্রকাশ দেওয়ান।
তিনি জানান, গত প্রায় ১ মাস থেকে ১ বছর অবধি ৮টি প্রতিষ্ঠানের কাছে কাস্টমস হাউসের যে বকেয়া ছিলো সেটা তারা বৃহস্পতিবার হালখাতা অনুষ্ঠানে পরিশোধ করেছে।
এদের মধ্যে এটোমিক এনার্জি ২২ কোটি ৫৫ লাখ ৬২ হাজার ৯১২ টাকা, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট লি. ১ কোটি ৩৫ লাখ ৮ হাজার ২৬৯ টাকা, জেনারেল ফার্মা ১১ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা, ফিশন পাওয়ার বিডি ৯ লাখ ৫০ হাজার টাকা, ইউনিমেড ইউনিহেল্থ ৩ লাখ ৩ হাজার ৩৪১ টাকা, আরএস মাইক্রোমিডিয়া ২ লাখ ৬৭ হাজার ১১৯ টাকা, এএম ইন্টারন্যাশনাল ১ লাখ ২৪ হাজার ২৭৫ টাকা, সাইকা ইন্টারন্যাশনাল ১ লাখ ১৫ হাজার ৪৭ টাকা পরিশোধ করেছে। সব মিলিয়ে এনবিআর’র নির্দেশনায় হালখাতা অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা কাস্টমস হাউস বকেয়া আদায় করেছে ২৪ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৬২৭ টাকা।
বকেয়া আদায়ের বিষয়ে কমিশনার প্রকাশ দেওয়ান আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় “বকেয়া আদায় নয়, পরিশোধ” এই প্রত্যয়ে প্রথমবারের মত হালখাতা অনুষ্ঠানের আয়োজন অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে।
তিনি বলেন, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বকেয়া রাজস্ব পরিশোধ এবং ব্যাবসায়ী-অংশীজনদের সাথে সসুম্পর্ক প্রতিষ্ঠায় এ ধরণের উদ্যোগ সবমহলে প্রশংসিত হয়েছে।
সকলের সক্রিয় অংশগ্রহণে এ উদ্যোগ রাজস্ব বান্ধব পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
এছাড়া অনুষ্ঠানে আমদানি-রপ্তানির সাথে সম্পৃক্ত ব্যাবসায়ীরা, সিএন্ডএফ এজেন্ট ও ফ্রেইট ফরোয়ার্ডার্স নেতৃবৃন্দসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। কাস্টমস কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে বরণ এবং নানাবিধ ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করেন।
বাংলাদেশ সময়: ২২৩০ঘণ্টা, এপ্রিল ১৩,২০১৭
এসজে