শনিবার (১৫ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকার নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নামপরিচয় জানা যায়নি।
রেনু পোনাগুলো নোয়াখালী থেকে খুলনার উদ্দেশে নেয়া হচ্ছিলো।
কোস্টগার্ড বরিশাল কন্টিনজেন্ট কমান্ডার মকবুল হোসেন জানান, একটি ট্রলারে করে হাড়িভর্তি বাগদার রেনুপোনা খুলনার মংলার উদ্দেশে নিয়ে যাচ্ছিলো আটক হওয়া ওই ৭ জন।
যাদের মধ্যে রেনু পোনার মালিকও রয়েছে। তার দেয়া তথ্য মতে, ট্রলারে প্রায় ৭ লাখ রেনু পোনা রয়েছে।
তিনি আরও জানান, রেনু পোনাসহ আটক ৭ জনকে বরিশালের রসুলপুরস্থ কোস্টগার্ডের কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। মৎস বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে রেনু পোনাসহ আটক হওয়া ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপার্দ করা হবে।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এমএস/এসএইচ