ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাদার তেরেসা পুরস্কার পেলেন মাতলুব আহমাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
মাদার তেরেসা পুরস্কার পেলেন মাতলুব আহমাদ পুরস্কার নিচ্ছেন আব্দুল মাতলুব আহমাদ/ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মাতলুব আহমাদ মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

শিল্পায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখার পাশাপাশি বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ পুরস্কার পেলেন তিনি।

রোববার (১৬ এপ্রিল) কলকাতা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর বিচারপতি শ্যামল সেন আব্দুল মাতলুবের হাতে এ পুরস্কার তুলে দেন।



মাদার তেরেসার সম্মানে ২০০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। ফেডারেশনের সভাপতি অব্দুল মাতলুব আহমাদ ১৭তম ব্যাক্তি হিসেবে এ পুরস্কারে ভূষিত হলেন।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।