ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গণপরিবহন-ডাটাবেজে বিশ্বব্যাংকের সঙ্গে অতিরিক্ত ঋণচুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
গণপরিবহন-ডাটাবেজে বিশ্বব্যাংকের সঙ্গে অতিরিক্ত ঋণচুক্তি

ঢাকা: গণপরিবহন ও ডাটা সেন্টার ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের সঙ্গে অতিরিক্ত ঋণচুক্তি করেছে অর্থমন্ত্রণালয়ের আওতাধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। 

ঢাকা মহানগরীতে গণপরিবহনের গতিশীলতা উন্নয়ন, বাসরুট নেটওয়ার্ক, ট্রাফিক ব্যস্থাপনা উন্নয়ন ও জাতীয় ডাটাবেজ সেন্টার উন্নয়নে পৃথক দু’টি প্রকল্পের আওতায় ৫৫২ কোটি টাকা (৭.৪ কোটি ডলার) অতিরিক্ত ঋণ দিল বিশ্বব্যাংক।

মঙ্গলবার (১৮ এপ্রিল) শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে এ চুক্তি হয়।

 

বিশ্বব্যাংকের পক্ষে ছিলেন, ঢাকা অফিসের অপারেশন ম্যানেজার রাজশ্রী এস পারাকার এবং বাংলাদেশের পক্ষের ইআরডি’র অতিরিক্ত সচিব মাহমুদা বেগম।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।