ঢাকা মহানগরীতে গণপরিবহনের গতিশীলতা উন্নয়ন, বাসরুট নেটওয়ার্ক, ট্রাফিক ব্যস্থাপনা উন্নয়ন ও জাতীয় ডাটাবেজ সেন্টার উন্নয়নে পৃথক দু’টি প্রকল্পের আওতায় ৫৫২ কোটি টাকা (৭.৪ কোটি ডলার) অতিরিক্ত ঋণ দিল বিশ্বব্যাংক।
মঙ্গলবার (১৮ এপ্রিল) শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে এ চুক্তি হয়।
বিশ্বব্যাংকের পক্ষে ছিলেন, ঢাকা অফিসের অপারেশন ম্যানেজার রাজশ্রী এস পারাকার এবং বাংলাদেশের পক্ষের ইআরডি’র অতিরিক্ত সচিব মাহমুদা বেগম।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এমআইএস/এসএইচ