ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লার্ফাজ হোলসিম’র উদ্যোগে নির্মাণ বিষয়ক সেমিনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
লার্ফাজ হোলসিম’র উদ্যোগে নির্মাণ বিষয়ক সেমিনার লার্ফাজ হোলসিম’র উদ্যোগে নির্মাণ বিষয়ক সেমিনার

ঢাকা: লার্ফাজ হোলসিম সিমেন্ট কোম্পানি বাংলাদেশের উদ্যোগে ‘কোয়ালিটি কংক্রিট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে কোম্পানির লক্ষ্য ও বিশেষত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য দেন লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সুরানা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লাফার্জ হোলসিম সিঙ্গাপুরের টেকনিক্যাল এক্সপার্ট পিটার ডবরি।

এসময় উপস্থিত ছিলেন দেশের কংক্রিট বিশেষজ্ঞ অ্যাডোবি অফ কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম শামীম জেড বসুনিয়া।

সেমিনারে সংশ্লিষ্ট খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা ছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।