দীর্ঘ বছর ধরে ঐহিত্যবাহী এ হাটে সপ্তাহের প্রতি বুধবার ও শনিবার চামড়ার হাট বসে। তবে শনিবার ঈদ-উল আজহা উদযাপিত হওয়ায় বুধবার থেকে কেনাবেচা শুরু হবে এ হাটে।
হাটে সরাসরি রাজধানী ঢাকার ট্যানারি মালিকরা চামড়া কিনে থাকেন। এছাড়া উত্তরাঞ্চলের গাইবান্ধাসহ রংপুর, দিনাজপুর, লালমনিহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পাটগ্রাম, বগুড়া, কুড়িগ্রাম, নীলফামারী, নাটোর, টাঙ্গাইলসহ সারা দেশের চামড়া ব্যবসায়ীরা কেনাবেচা করে থাকেন।
পলাশবাড়ী উপজেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিনু মন্ডল বাংলানিউজকে বলেন, উত্তরাঞ্চলের ঐহিত্যবাহী এ হাটে সপ্তাহের প্রতি বুধবার ও শনিবার চামড়া কেনাবেচা হয়। ঢাকার ট্যানারি মালিকসহ এ অঞ্চলের এজেন্ট, প্রতিনিধি, মহাজন, ফড়িয়া ও মৌসুমী ব্যবসায়ীদের মিলনমেলায় রূপ নেয়।
তিনি আরও বলেন, এ বছর লক্ষাধিক পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বাংলানিউজকে জানান, চামড়ার হাটে নিরাপত্তা জোরদারসহ পাচার রোধে পুলিশ সতর্ক রয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
এসএইচ