বাজার ঘুরে দেখা গেছে, ঈদের পর পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের চালের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি নাজিরশাইল চালের দাম আগে ছিল ৫৪-৫৫ টাকা, বর্তমানে তা ৫৮-৬০ টাকা, বিআর-২৮ আগে ছিল ৪৭-৪৮ টাকা, বর্তমানে ৫১-৫৩ টাকা, জিরাশাইল আগে ছিল ৫২-৫৪ টাকা, বর্তমানে ৫৫-৫৬ টাকা, পারিজা ছিল ৪১-৪২ টাকা, বর্তমানে ৪৪-৪৬ টাকা, স্বর্ণা ছিল ৩৫-৩৬ টাকা, বর্তমানে ৪০-৪২ টাকা।
খাদ্যে উদ্বৃত্ত জেলা নওগাঁ। নওগাঁ দেশের বড় ধান-চালের মোকাম। জেলার ১১টি উপজেলায় ১ হাজার ১৭০টি চালকল রয়েছে। প্রতি বছর এ জেলা থেকে প্রায় ১৮ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়ে থাকে।
এদিকে চালের দাম বৃদ্ধিতে ভারতের সিন্ডিকেটকে দায়ী করছেন জেলা চালকল মালিকরা।
অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, মোকাম থেকেই আমাদের বেশি দামে চাল কিনতে হচ্ছে। তাই বেশি দামে বিক্রয় না করলে আমাদের পুঁজি থাকবে না।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
আরএ