ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে ওএমএসর চাল উত্তোলনে ডিলারদের অনীহা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
বরিশালে ওএমএসর চাল উত্তোলনে ডিলারদের অনীহা ওএমএসর চাল

বরিশাল: আতপ চাল হওয়ায় উত্তোলনে অনীহা দেখাচ্ছেন বরিশালের ডিলার ব্যবসীয়রা।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ভোক্তা পর্যন্ত পৌঁছায়নি ওএমএসর চাল কিনতে। তবে খাদ্য কর্মকর্তাদের নির্দেশে ডিলারদের চাল উত্তোলন বাধ্যতামূলক ঘোষণা করা হলে দুপুর ২টার দিকে ওএমএসর চাল উত্তোলন করেন পাঁচজন ডিলার।

ডিলারদের দাবি, বরিশালের মানুষ আতপ চাল খেতে অভ্যস্ত নয়। এ চাল উত্তোলন করা হলে লোকসানের মুখে পড়তে হবে।

এ কারণে আতপ চালের পরিবর্তে সিদ্ধ চাল দেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রেজা মো. মহসিন বাংলানিউজকে জানান, সারাদেশেই সরকারি নির্দেশ পালন করা হচ্ছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো। তারা কোনো সিদ্ধান্ত জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতি ডিলারকে প্রতিদিন এক মেট্রিক টন চাল অর্থাৎ বরিশালের সাতজন ডিলারকে সাত মেট্রিক টন চাল উত্তোলন করতে হবে। আজ থেকে শুরু হওয়া ওএমএসর চাল বিক্রি চলবে আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
এমএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।