শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট শহরের আমতলী, মাছুয়া বাজার ও পূর্ব বাজার ঘূরে চালের বাজারের সর্বশেষ খবর জানিয়েছেন ব্যবসায়ীরা।
জয়পুরহাটের আমতলীর চাল ব্যবসায়ী নজরুল ইসলাম, মাছুয়া বাজারের মিন্টু মিয়া ও পূর্ব বাজারের ব্যবসায়ী মোস্তাক হোসেন জানান, ৬০ টাকার মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকা কেজিতে।
জানা গেছে, রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে জয়পুরহাট জেলা শহরে পৃথকভাবে ৫ মেট্রিক টন করে ওএমএস এর চাল বিক্রি করছেন সংশ্লিষ্ট ডিলাররা। ৩০ টাকা কেজি দরের এ চাল জন প্রতি পাঁচ কেজি করে বিক্রির জন্য ডিলারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
একইভাবে বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে জেলার প্রতিটি উপজেলা সদরে ৩ মেট্রিক টন করে ওএমএস’র চাল বিক্রি শুরু হয়েছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা গেছে।
জয়পুরহাট শহরের খঞ্জনপুর এলাকার ওএমএস চালের ডিলার আব্দুল মান্নান, বৈরাগীর মোড়ের ওএমএস চালের ডিলার ফারহানা রহমান বিথী ও নতুনহাট এলাকার ওএমএস চালের ডিলার আব্দুর রহিম বলেন, বাজারে ওএমএস চালের তেমন একটা চাহিদা না থাকলেও আটার চাহিদা রয়েছে।
এদিকে, রোববার থেকে এই চাল বিক্রি শুরু হওয়ার পর থেকেই বাজারে চালের দাম কমতে শুরু করেছে।
অন্যদিকে, চালের দাম বৃদ্ধিরোধ ও সঙ্কট নিরসনে করণীয় বিষয়ে জয়পুরহাট জেলার শীর্ষ চালকল মালিকদের সঙ্গে মতবিনিময় সভাও করেছে জেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ২২ সেপ্টেম্বর, ২০১৭
আরএ