এ নিয়ে রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানে দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বি-পক্ষীয় চুক্তি সই করা হয়।
চুক্তিতে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব ডিভিশন (সেলস) মীর টি আই ফারুক রিজভী এবং লা মেরিডিয়ান ঢাকা ও বেস্ট হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমেদ নিজ নিজ পক্ষে সই করেন।
এ সময় অন্যদের মধ্যে বেস্ট হোল্ডিংস লিমিটেডের পরিচালক আফরা আঞ্জুমও উপস্থিত ছিলেন।
লা মেরিডিয়ান-ই দেশের প্রথম কোনো পাঁচ তারকা মানের হোটেল, যারা পুরোপুরি এলপি গ্যাসের মাধ্যমে জ্বালানি চাহিদা পূরণ করছে।
এ চুক্তির মাধ্যমে ১২ মেট্রিক টন ধারণ ক্ষমতার স্টোরেজ ট্যাংক নির্মাণ করা হবে। সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে পুরো ভবনে গ্যাস সরবরাহ করা হবে। পাঁচ তারকা মানের এই হোটেলটিতে দৈনিক প্রায় সাড়ে চার মেট্রিক টন এলপি গ্যাসের চাহিদা রয়েছে।
সিলিন্ডারের পরিবর্তে স্টোরেজ নির্মাণ করায় মাসে প্রায় চার লাখ টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছেন লা মেরিডিয়ানের পরিচালক (প্রকৌশল) আব্দুর রব।
চুক্তির আওতায় ২০ বছর নিরবচ্ছিন্নভাবে এলপি গ্যাস সরবরাহ করবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। সর্বাধিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বসুন্ধরা গ্রুপের এ প্রতিষ্ঠানটি সেরা প্রযুক্তি, স্বতন্ত্র ল্যাবের নিয়মিত পুননিরীক্ষা সুবিধা দিয়ে থাকে। যা ভোক্তাদের সর্বোত্তম নিরাপত্তা নিশ্চিত করে।
শিল্পে বৃহদাকারে এলপি গ্যাস সরবরাহে বসুন্ধরার রয়েছে নিজস্ব আন্তর্জাতিক মানসম্পন্ন লজিস্টিক সমাধান ও শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক।
টাঙ্গাইল জেলার ঘাটাইলে শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের সেনা নীড় প্রকল্পে এক হাজার ফ্ল্যাটে পাইপ লাইনের মাধ্যমে এলপি গ্যাসের সেবা দিচ্ছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড।
এছাড়া রাজউকের প্রায় ৭ হাজার প্রকল্পে পাইপ লাইনে এলপি গ্যাস সংযোগের কাজ শুরু হয়েছে। বসুন্ধরা গ্রুপের রয়েছে ২০ মেট্রিক টন এলপি গ্যাস বহন ক্ষমতার সম্পন্ন ট্যাংকার। এর মাধ্যমে বাল্ক ক্রেতাদের দুয়ারে পৌঁছে দিচ্ছে এলপি গ্যাস।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
এসআই/এমএ