ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফরিদপুরে এসএমই উদ্যোক্তা ও ব্যাংকারদের সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
ফরিদপুরে এসএমই উদ্যোক্তা ও ব্যাংকারদের সম্মেলন

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ফরিদপুরে ‘ব্যাংকার-এসএমই উদ্যোক্তা মতবিনিময় সভা ও প্রকাশ্যে ঋণ বিতরণ’ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের প্রসার ও উন্নয়নের উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ফরিদপুর শহরের ধমরাকান্দিতে ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক শেখ মো. সেলিম প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের ইমার্জিং বিজনেসের প্রধান ইন্দ্রজিত সুর ও অন্যান্য ব্যাংকের ঊধ্বর্তন কর্মকর্তারাও সম্মেলনে উপস্থিত ছিলেন।  

সম্মেলনের লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড অনুষ্ঠান আয়োজনে সমন্বয়কারীর ভূমিকা পালন করে। সম্মেলনে ৩৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে ব্র্যাংক ব্যাংকসহ অন্যান্য ব্যাংকগুলো ফরিদপুর অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।