সংগঠনের সদস্য সচিব ও বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ থেকে ২২ অক্টোবর ২০১৭ সহ বিগত দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনাকালে সারাদেশে উল্লেখযোগ্যসংখ্যক জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও আর্থিক জরিমানা করা হয়েছে। চরম দারিদ্রগ্রস্ত এই জেলে পরিবারগুলোর উপার্জনক্ষম মানুষ কারাগারে থাকায় পরিবারগুলো তাদের একমাত্র জীবিকা হারিয়ে চরম মানবেতর দিনযাপন করছে।
বিবৃতিতে আরো বলা হয়, জেলে পরিবারগুলো যে পরিমাণ সরকারি সহায়তা দরকার ততটুকু পায়নি। যথাযথ পুনর্বাসন কর্মসূচি সুসম্পন্ন না করে জেলেদেরকে কারাদণ্ড প্রদান কাঙ্খিত নয় এবং জেলেদের দেওয়া কারাদণ্ডের মেয়াদ নিষেধাজ্ঞার মেয়াদের অধিক হওয়াও বাঞ্ছনীয় নয়। এ ধরনের কঠোর আইন দেশের একেবারে প্রান্তিক শ্রমজীবী গোষ্ঠীকে আরও প্রান্তিক অবস্থানে ঠেলে দিচ্ছে যা কখনোই কাম্য নয়। এমতাবস্থায় জেলেদের জন্য প্রযোজ্য আইনেও ব্যাপক সংস্কার আনা প্রয়োজন বলে মনে করি।
যে প্রভাবশালী গোষ্ঠী নিষেধাজ্ঞার মৌসুমেও জেলেদের মৎস্য আহরণে বাধ্য করে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবিও জানানো হয় বিবৃতিতে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
জেডএম/