ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাগুরায় স্থানীয় সরকারের কর আদায় বিষয়ক সেমিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
মাগুরায় স্থানীয় সরকারের কর আদায় বিষয়ক সেমিনার মাগুরায় স্থানীয় সরকারের কর আদায় বিষয়ক সেমিনার

মাগুরা: মাগুরায় ইউনিয়ন পরিষদের কর আদায় গতিশীল করার কৌশল নিয়ে সেমিনার হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদ।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতিকুর রহমান।

এতে মূল বক্তব্য উপস্থাপন করেন লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রোগ্রাম (এলজিএসপি)-২ এর কর্মকর্তা সামসুজ্জোহা। সেমিনারে মাগুরার ৩৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।