ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাঁপাইনবাবগঞ্জে আয়কর মেলা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
চাঁপাইনবাবগঞ্জে আয়কর মেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

আয়কর বিভাগের আয়োজনে বুধবার (১ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান।

চাঁপাইনবাবগঞ্জ সার্কেল-১৫ এর সহকারী কর কমিশনার মো. শাহাদৎ হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. এরফান আলী, চাঁপাইনবাবগঞ্জ কর আইনজীবী সমিতির সভাপতি এফ কে এম লুৎফর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে সবাইকে বেশি বেশি কর দেয়ার আহ্বান জানান।

এ বছর জেলায় সর্বোচ্চ ও সেরা করদাতা নির্বাচিত হয়েছেন মো. এরফান আলী।
 
মেলায় ই-টিন রেজিস্ট্রেশন, সার্কেল-১৫ এর আওতাধীন করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সুবিধা, ব্যাংকে বিশেষ বুথে আয়করের টাকা জমাদানের সুবিধা, করদাতাদের জন্য টিআইএন সনদ পাওয়ার সুবিধা, করদাতাদের রিটার্ন ফরম পূরণ সংক্রান্ত সহযোগিতার জন্য পরামর্শ কেন্দ্র/হেল্প ডেক্স, অধিক্ষেত্র সংক্রান্ত তথ্যাদি ও বকেয়া কর জমাদানের সু-ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।