বিভাগের অন্যান্য জেলাসহ এদিন সিলেট কর অঞ্চলের মোট কর আদায়ের পরিমাণ ১০ কোটি ১২ লাখ ২১ হাজার ১৭৪ টাকা। বিভাগজুড়ে মেলায় সেবা পেয়েছেন ৫২৩১ জন।
সিলেট কর অঞ্চলের মধ্যে ২ নভেম্বর থেকে শুরু হওয়া মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় চার দিনব্যাপী কর মেলার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।
মৌলভীবাজার জেলায় মেলার দ্বিতীয় দিনে ১৩ লাখ ৫১ হাজার ৮৬৬ টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ৯৪১ জন, নতুনভাবে করের আওতায় এসেছেন ১১ জন, রিটার্ন দাখিল করেছেন ১৪২ জন।
সুনামগঞ্জ জেলায় মেলার দ্বিতীয় দিনে ১১ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা কর আদায় হয়েছে। সেবা গ্রহণ করেছেন ৯৮৪ জন, নতুন ই-টিআইএনভুক্ত হয়েছেন ৫ জন, রিটার্ন দাখিল করেছেন ১৩৭ জন করদাতা।
গত ১ নভেম্বর উদ্বোধনী দিনে ২ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৪৫৩ টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ৯৪৩ জন এবং ৫০ জনকে নতুন ইটিআইএন দেওয়া হয়েছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। এবার মেলায় নতুন আকর্ষণ সেলফি কর্নার। ‘আমি একজন গর্বিত করদাতা’ স্লোগানে সেলফি কর্নারে সেলফি তুলবেন আগন্তুকরা। সেই সঙ্গে মেলায় অভ্যর্থনা ডেস্কে থাকবে প্লেট ভর্তি চকলেট। সেবা গ্রহীতারা নিজের ইচ্ছেমতো প্লেট থেকে চকলেট নিতে পারবেন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এনইউ/জেডএস