বুধবার (৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান।
মেসার্স গ্লোবোপিউ ইম্পোর্ট এক্সপোর্ট লিমিটেডকে সরবরাহের কাজ দেওয়ার বিবেচনায় নিয়েছে শিল্প মন্ত্রণালয়।
এছাড়াও ঢাকা-আশুলিয়া উড়াল সড়ক নির্মাণের কাজ পেয়েছে চীনা কোম্পানি মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯শ’ ১ কোটি ৩২ লাখ টাকা। এর মধ্যে ৪ শতাংশ সুদে ১০ হাজার ৯৪ কোটি ৮৯ লাখ টাকা ঋণ দেবে চীনের এক্সিম ব্যাংক। বাকি অর্থায়ন করবে সরকার।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শতভাগ বিদ্যুতায়ন নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলার জন্য ২ হাজার ৩শ’ ৬৮ কোটি টাকা ব্যয়ে ১০ লাখ ৬৩ হাজার ৩৫৫টি বৈদ্যুতিক পোল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।
২০৮ কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিতরণ ব্যবস্থার ক্ষমতা বর্ধন, পুনর্বাসন ও নিবিড়করণের কনডাক্টর ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।
৫৩১ কোটি ব্যয়ে মংলা ঘষিয়াখালী চ্যানেলের নাব্যতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাগেরহাট জেলার ৮৩টি নদী খননের কাজ অনুমোদন দিয়েছে কমিটি।
এছাড়াও ৪৪ কোটি টাকা ব্যয়ে মাতারবাড়ি কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ প্রকল্পের ডিজাইন ও তদারকির পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।
মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়ন কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে বাস্তবায়রে অনুমোদন দিয়েছে কমিটি।
যমুনা নদীর ভাঙন থেকে গাইবান্ধা জেলার সদর উপজেলা রক্ষা; ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থাপনা রক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় সাড়ে চার কিলোমিটার নদীতীর সংরক্ষণ ও টার্মিনেশন নির্মাণ ১০ কিলোমিটার বাধ পুর্নবাসন এবং ১২ দশমিক ২২০ কিলোমিটার নদী খনন বাস্তবায়ন, এলেঙ্গা-হাটিকুমরুল মহাসড়কের ৩৭ কিলোমিটার এলাকার নলকা সেতুর জয়েন্টসহ অন্যান্য কাজ, ধোপাকান্দি সেতুর ফুটপাত ও রেলিং পুনঃনির্মাণ কাজে সরাসরি ক্রয় পদ্ধতি প্রয়োগের অনুমোদনসহ মোট ৬টি কাজের অনুমোদন দিয়েছে কমিটি।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
এসই/এমজেএফ