ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু আখ মাড়াই উদ্বোধন করেন বা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন

রাজশাহী: রাজশাহী চিনিকলে চলতি অর্থবছরের আখ মাড়াই শুরু হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আশফাকুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুন্নেশা, রাজশাহী আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেসবাউল ইসলাম প্রমুখ।

আশফাকুর রহমান বলেন, এ বছর এক লাখ ১০ হাজার মেট্টিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের অনুপাত ধরা হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। মিলগেটে চাষিরা প্রতি মণ আখের দাম পাবেন ১শ ২৫ টাকা।  

লক্ষ্যমাত্রা অর্জিত হলে এ থেকে চিনি উৎপাদন হবে সাত হাজার ২শ ৫০ মেট্টিক টন।

রাজশাহী মিলজোনে এবার ১১ হাজার একর জমিতে আখ চাষ করা হয়েছে বলেও জানান চিনিকল এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭ 
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।