ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এশীয় উন্নয়ন ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এশীয় উন্নয়ন ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

ঢাকা: এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংকটির বাংলাদেশ রেসিডেন্ট মিশন (বিআরএম) বুধবার (১২ ডিসেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. গওহর রিজভী অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।  

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এডিবি (বিআরএম) ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।  

এডিবির ৫০ বছরের পথচলা নিয়ে উদযাপন অনুষ্ঠানে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।  

অনুষ্ঠানে স্টেকহোল্ডার, চিন্তাবিদ, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।